পীযূষ চক্রবর্তী,
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ মামলায় বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র বয়ান রেকর্ড করল পুলিশ। শনিবার কলকাতা পুলিশ কোচবিহার দক্ষিণের বিধায়কের বয়ান রেকর্ড করে। তবে তিনি তদন্তকারী অফিসারদেরকে দাবি করেছেন গ্রেফতার হওয়া অভিযুক্তদের চেনেন না। জেরা শেষে নিখিল সে কথা সংবাদমাধ্যমের কাছেও বলেন।
অভিষেকের নাম করে তোলাবাজির ঘটনায় কলকাতার এমএলএ হস্টেল থেকে শেক্সপিয়র সরণি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতেরা যে ঘরে ছিল সেই ঘরটি নিখিলের নামেই বুক করা ছিল। তাই পুলিশ নিখিলকে জেরা করতে চেয়ে বেশ কয়েকবার নোটিশ পাঠিয়েছে। তবে তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, অভিষেকের নাম করে পূর্ব বর্ধমানে কালনার পুরপ্রধান আনন্দ দত্তকে ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে তিনজন। ওই ঘটনায় পুলিশ জুনায়েদুল হক চৌধুরী, শুভদীপ মালিক এবং শেখ তসলিম নামে হুগলির বাসিন্দা ওই তিনজনকে গ্রেফতার করে। পরে জানা যায় ওই তিনজন ভুয়ো নথি জমা দিয়ে এমএলএ হোটেলে ঘর বুক করেছিল। সেই ঘটনায় এদিন বয়ান নথিভুক্ত করা হয় বিজেপি বিধায়কের।
তোলাবাজির অভিযোগ জেরা বিজেপি বিধায়ককে
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-02-at-7.45.14-AM.jpeg)