” বন্ধুত্ব “

অমৃত কথা

বন্ধুত্ব খারিজ করো না। তা-হলে শান্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না।
তোমার বন্ধু যদি অসৎও হয় তাকে ত্যাগ করো না; বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ কর; কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মনোবাক্যে সাহায্য কর, আর অনুতপ্ত হলে আলিঙ্গন কর।
তোমার বন্ধু যদি কুপথে যায়, আর তুমি যদি তাকে ফিরাতে চেষ্টা না-কর বা ত্যাগ কর, — তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না।
বন্ধুর কুৎসা রটিও না, কোনপ্রকারে অন্যের কাছে নিন্দা করো না – কিন্তু তাই- ব’লে তার নিকট তা’র কোন মন্দের প্রশ্রয় দিও না।
বন্ধুর নিকট উদ্ধত হয়ো না, কিন্তু প্রেমের সহিত অভিমানে তা’কে শাসন কর।
বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না; কিন্তু যা’ পাও, প্রেমের সহিত গ্রহণ ক’রো। কিছু দিলে পাওয়ার আশা রেখো না, – কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা ক’রো। ‘সত্যানুসরণ’