ধর্ষণ খুনের তিনদিন পর গ্রেপ্তার অযোধ্যায়

বঙ্গবার্তা ব্যুরো,
ঘটনা শনিবারের। তার তিনদিন পরে কাউকে গ্রেপ্তার করতে পারল যোগী আদিত্যনাথের পুলিশ। শনিবার অযোধ্যায় বছর বাইশের এক দলিত তরুণীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। পাওয়া যায় তার ক্ষত বিক্ষত দেহ। আঘাতের বীভৎসতা চোখে দেখা যায় না। দুটি চোখ উপড়ে নেওয়া হয়েছে। এমন এক ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল তিন দিন পরে। এই ধর্ষণ-খুনকে নিয়ে সরব রাজনৈতিক দল গুলি। সামনেই উত্তরপ্রদেশের মিল্কিপুর কেন্দ্রে উপনির্বাচন। সেই নির্বাচনে এখন ইস্যু হয়ে উঠেছে এই ধর্ষণ-খুন। একদিকে যেমন সমজবাদীপর্টি এই খুনকে যোগী সরকারের দলিত বিরোধী মুখের পরিচয় বলে প্রচারে ব্যস্ত, তখন বিজেপি তাদের বিরুদ্ধে লাশ নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে। এই রাজনৈতিক চাপান-উতোরের মাঝে গুরুত্ব হারাচ্ছে দেশে মহিলাদের বিরুদ্ধে বেড়ে চলা অত্যাচারের মতো জ্বলন্ত ইস্যু। ডাবল ইঞ্জিনের গুনগান গাওয়া বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে কেন বার বার হাথরস, উন্নাওয়ের মতো ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন উঠছে। অযোধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ধর্ষণ-খুনের ঘটনাই
শুধু নয়, পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগও জোরালো হচ্ছে । ওই তরুণী এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে শনিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন । রবিবারও তার খোঁজ না পাওয়ায় থানায় যায় তার পরিবার। অভিযোগ পুলিশ অভিযোগ না নিয়ে বলে, আপনারাই খুঁজে নিন। এরপরেই তার দেহ উদ্ধার হয়। তখন পুলিশ জানায় , নিখোঁজের তদন্ত চলছিলই, তার মধ্যেই দেহ উদ্ধার হয়।
সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ এই ইস্যুতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।