বঙ্গবার্তা ব্যুরো,
চিন পেরেছে আপনি পারেন নি। আমাদের থেকে চিন যে কোনও ক্ষেত্রে অন্তত দশ বছর এগিয়ে । সোমবার সংসদে রাহুল গান্ধী চিনের কথা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। তিনি বলেন আপনি নিজের মেক ইন ইন্ডিয়া প্রকল্প সার্থক ভাবে রূপায়ন করতে ব্যর্থ হয়েছেন।
এদিন লোকসভায় রাহুলের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চিন নিয়ে আপনার এবং সেনা বাহিনীর বক্তব্য আলাদা। আপনি এক কথা বলছেন আর সেনা বাহিনী অন্য কথা । লাদাখে চিন আমাদের জমি দখল করেনি বলে আপনি দাবি করলেও সেনা বাহিনী জানিয়েছে তারা আমাদের চার হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে রয়েছে।রাহুলের এই অভিযোগের প্রেক্ষিতে স্পিকার ওম বিড়লা বলেন, আপনাকে নিজের বক্তব্যের সমর্থনে প্রমাণ দিতে হবে। এদিন রাহুল, অর্থনীতি, বিদেশ নীতি সব বিষয়েই প্রধানমন্ত্রীর সমলোচনা করেন।
রাহুলের অভিযোগ মোদী তার সময়ে দেশের উৎপাদন বাড়াতে পারেন নি, ভারত নিজস্ব উৎপাদন বাড়াতে পারেনি বলেই বাজার চিনের দখলে গেছে। বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আমরা চিনেরই ব্যবহার করি।তিনি বলেন, চিনের ফোন, বাংলাদেশের জামা ছাড়া আমাদের চলে না।
রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে বিরোধী দলনেতার অভিযোগ, তিনি নিজের বক্তব্যে বলেছেন আমরা অর্থাৎ এই সরকার,কি কি করেছে। কিন্তু বাস্তব সত্য হল একদম আলাদা। আমরা উৎপাদন বাড়াতে সম্পূর্ণ ব্যর্থ। তার দায় প্রধনমন্ত্রীকে নিতে হবে
বলে দাবী করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মোদীকে রাহুলের চীনা তির
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/pm-modi-and-rahul-gandhi-162010700-16x9_0.jpg)