বঙ্গবার্তা ব্যুরো,
নিউ টাউনের ইকোপার্কে শুরু হলো বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন শুরুর আগেই তাল কেটে যায় অনুষ্ঠানের। খোদ তৃণমূল বিধায়ক নিজের সোস্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তা নিয়েই শুরু হয়েছে চাপান-উতোর।
এদিন সকালেই তাঁর পোস্ট সকলের নজরে আসে। তিনি লিখেছেন এতবড় বাণিজ্য সম্মেলনে উত্তর দিনাজপুরের কেউ ডাক না পাওয়ায় অত্যন্ত হতাশ। জেলার জন্য এটা বড় ধাক্কা। একটা আমন্ত্রণ পত্রও এই জেলার জন্য ইস্যু করা হয়নি। নিজেকে আগে একজন শিল্পপতি পরে বিধায়ক হিসেবেও উল্লেখ করেছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি জানিয়েছেন এই জেলা থেকে কারুর আমন্ত্রণ পাওয়া উচিত ছিল। কারণ এই জেলাতেও কর্মসংস্থান দরকার, বিনিয়োগ দরকার। তিনি বলেন বহু মানুষ তাঁকে এই নিয়ে প্রশ্ন করেছেন, জনে জনে উত্তর দেওয়া সম্ভব নয় বলেই সোস্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য হয়েছেন।
নিজের হতাশা উগরে দিলেও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁর যে কোনও ক্ষোভ নেই তাও জানিয়েছেন তিনি। কৃষ্ণ কল্যাণী বলেন, এটা আয়োজকদের ত্রুটি। উত্তরবঙ্গের প্রতিনিধিত্বের কথা তাঁদের মাথায় রাখা উচিত ছিল।