বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার শেখ হাসিনার সরকারের পতনের ৬ মাস পূর্ণ হওয়ার দিনেই বাংলাদেশের রাজধানী ঢাকায় ভেঙে, জ্বালিয়ে দেওয়া হয়েছে ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি।পূর্ব ঘোষণা মত আওয়ামী লীগের অফিসিয়াল পেজে অডিও লাইভে এসে ঘটনার তীব্র নিন্দা জানান আওয়ামী লীগের সভাপতি তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অডিও লাইভে হাসিনা বলেন,“… ১৫ অগাস্ট ওই বাড়িতে আমার বাবা মুজিবুর রহমানকে হত্যা করা হয়। আমার মাকেও হত্যা করা হয়। আমার ভাইদের নির্মমভাবে হত্যা করা হয়।”
ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকের বাংলাদেশ আবার ধ্বংসের বাংলাদেশ। যারা জঙ্গি, সন্ত্রাসবাদ করছে, আগুন জ্বালাচ্ছে, তাদের বিচার হবে। যারা ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের ধিক্কার জানাও।” তিনি প্রশ্ন তোলেন “যারা মানুষ হত্যা করে, ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী? নাকি যারা মানুষের কল্যাণ করে, অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করে তারা ফ্যাসিবাদী?”
মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে তিনি বলেন, “যে স্মৃতিটুকু নিয়ে বেঁচে ছিলাম। আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। ওরা ভাঙলে, আবার গড়তে পারব আমরা।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন বেশ কয়েকমাস কেটে গিয়েছে! ভারতে আশ্রয়ে নিলেও নিজেকে ‘অন্তরালে’ও রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকলেও একবারের জন্য দেখা যায়নি। অবশেষে বুধবার ‘প্রকাশ্যে’ আসছেন এমন দাবি করে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ছাত্রসমাজের উদ্দেশে অডিও বক্তব্য রাখেন তিনি।