পীযূষ চক্রবর্তী,
ছুটি নিয়ে বিবাদের জের, সহকর্মীদের উপর ছুরি চালালেন কারিগরি ভবনের এক কর্মী। এই ঘটনায় চাঞ্চল ছড়ালো নিউটাউনের কারিগরি ভবনে। ওই ব্যক্তির ছুরির আঘাতে সহকর্মীদের পাশাপাশি আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও।
জানা গিয়েছে, ওই ব্যক্তি কারিগরি ভবনের একজন কর্মী। বেশ কিছুদিন ধরেই সমস্যায় রয়েছেন। বৃহস্পতিবার অফিসে ঢোকার পরই তাকে ইতস্তত দেখায়। বেলার দিকে তিন সহকর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন। তারপর অফিস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তখন নিরাপত্তা রক্ষী ও পুলিশের কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করেন তাকে। তাতে অবশ্য কোনও কাজ হয়নি। ওই ব্যক্তির ছুরির আঘাতে জখম হন কয়েকজন পুলিশ কর্মীও। তারপরই তাকে রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরতে দেখা যায়। কেউ কাছে গেলেই তার ওপর ছুরি নিয়ে হামলার কথা বলে সে। ভয়ে অবশ্য কেউ তার কাছে আর ঘেঁষতে পারেননি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ছুটি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ব্যক্তি এই কাজ করেছেন। তবে তার মানসিক অবস্থাও এই মুহূর্তে খুব একটা ভালো নয়।