তাপমাত্রা বেড়ে উষ্ণতম মাসের রেকর্ড জানুয়ারির

বঙ্গবার্তা ব্যুরো,
বিজ্ঞানীদের পূর্বাভাসকে ছাড়িয়ে উষ্ণতম মাসের রেকর্ড গড়েছে জানুয়ারি। গত বছরের তুলনায় এ বছর জানুয়ারিতে তাপমাত্রা বেড়েছে ০.১ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯শ শতকের শেষের দিকের জানুয়ারির তুলনায় ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ বিজ্ঞানীদের মধ্যে দ্বিধার সৃষ্টি করেছে।
প্রশান্ত মহাসাগরে ‘এল নিনো’ পরিস্থিতির কারণে গত জানুয়ারি তুলনামূলক শীতল হওয়ার কথা ছিল। কিন্তু ইউরোপিয়ান কোপার্নিকাস ক্লাইমেট সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির তুলনায় গত মাসে তাপমাত্রা বেড়েছে ০.১ ডিগ্রি সেলসিয়াস। এই বৃদ্ধির সঠিক কারণ নিয়ে ভাবতে হচ্ছে বিজ্ঞানীদের।
বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সালে প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে পেরু অঞ্চলের জল উষ্ণ হয়ে উঠেছে। এ সময় দক্ষিণ গোলার্ধে পূবালী বায়ুর প্রবাহে পরিবর্তন এসেছে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে চলতি বছর এল নিনো দূরে সরে যাওয়ায় আবহাওয়ার শীতলতম ধারা ‘লা নিনা’র প্রভাব বাড়ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, লা নিনা এখনও দুর্বল পর্যায়ে রয়েছে এবং প্রকৃতিতে এর প্রভাব ফেলতে কয়েক মাস সময় লাগতে পারে।
নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক গ্যাভিন স্মিট এই উষ্ণায়নের জন্য মানুষের কার্যক্রমে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধিকে দায়ী করেছেন। তিনি আরও জানিয়েছেন, পরপর তিন বছরের শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। কোপার্নিকাসের তরফে সতর্ক করে জানানো হয়েছে, যতদিন না গ্রিনহাউস গ্যাসের নির্গমন বন্ধ হবে, ততদিন বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তেই থাকবে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের আরও ভয়াবহ প্রভাব দেখা দিতে পারে।