২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি


বঙ্গবার্তা ব্যুরো।
প্রায় ২৭ বছর পর দিল্লি জয়ের পথে বিজেপি। শনিবার সকাল আটটা থেকে ভো্ট গণনা শুরু হতেই এগিয়ে যেতে থাকে বিজেপি। আপের বড় বড় নেতারা পিছিয়ে পড়েন। এমনকি দলের প্রধান মুখ কেজরিওয়ালও পিছিয়ে পড়েন। দিল্লি মুখ্যমন্ত্রী আতিশী এবং মনীশ সিসোদিয়ের মতো আপের প্রথম সারির নেতারা পিছিয়ে পড়েন। কেজরিওয়াল এই মুহূর্তে মাত্র ২২৩ভোটে এগিয়ে রয়েছেন।
এখনও পর্যন্ত ভোট গণনার প্রবণতা থেকে দেখা যাচ্ছে দিল্লির প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বিজেপি। এমনকি মুস্লিম এবং দলিত অধ্যুষিত কেন্দ্রগুলিতেও বিজেপি এগিয়ে গিয়েছে। কংগ্রেস প্রাথমিক ভাবে একটি আসনে এগিয়ে থাকেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই ধারা বজায় রাখতে ব্যর্থ হয়। তবে দেখা যাচ্ছে কংগ্রেসের ভোটের শেয়ার কিছুটা বেড়েছে। যার সুবিধে পেয়েছে বিজেপি। যদিও ভোট গণনা এখনও কয়েক রাউন্ড বাকি আছে, তবে বিজেপির জয়ের অঙ্গিত ক্রমশই স্পষ্ট হচ্ছে।