পীযূষ চক্রবর্তী,
এক ফটোগ্রাফারের নাম ভাঙিয়ে মহিলাদের সিনেমা জগতে নামানোর প্রতিশ্রুতি। বিনিময়ে শারীরিক চাহিদা মেটানোর শখ। এভাবেই চলছিল জীবন। অবশেষে ওই যুবকদের আসল চরিত্র জানতে পেরে পুলিশের দ্বারস্থ দুই তরুণী। অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে এক অভিযুক্ত। যাদবপুর থানা গ্রেফতার করেছে একজনকে।
তথাগত ঘোষ নামে এক ফটোগ্রাফারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তার নাম করে কয়েকজন অভিযুক্ত মহিলাদের ফোন করছেন। ঘনিষ্ঠতা করে তাদের শহরের হোটেলে ডাকতেন। সেখানে সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে মহিলাদের অশ্লীল ছবি তুলতে বাধ্য করতেন। মহিলাদের নগ্ন ছবি তোলারও চেষ্টা করতেন অভিযুক্তরা। অনেক মহিলা সিনেমায় সুযোগের আশায় ওই প্রতারকদের ফাঁদেও পা দিতেন। অশ্লীল ছবি দেখিয়ে ওই তরুণীদের সঙ্গে ব্ল্যাকমেল করত অভিযুক্তরা। তরুণীদের ধর্ষণ করত তারা। প্রতারকরা তথাগতর নাম নিতেন ওই তরুণীদের কাছে। যা পরে জানতে পারেন তথাগত। কয়েকজন মহিলাও ওই যুবকদের বিষয়টি তাকে জানায়। তারপরই তিনি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ।এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে একজনকে। পরে দুই মহিলা যাদবপুর থানার সঙ্গে যোগাযোগ করে ওই দুই যুবকের কুকীর্তির বিষয়টি পুলিশকে জানান।
যাদবপুরে দুই মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-08-at-8.08.42-PM.jpeg)