বঙ্গবার্তা ব্যুরো,
যেমনটা ফল আশা করা গিয়েছিল হয়ত হয়েছে তার চেয়ে একটু বেশীই। তাই প্রধানমন্ত্রীর ভাষায় আমআদমীপার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বিজেপি শিবির এদিন যেন একটু বেশীই খুশি। নির্বাচনে বিরাট সাফল্যের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন তখন ভিড়ে ঠাসা সভাস্থল। চারদিকে মোদী মোদী ডাক। সেখান থেকেই জনতার দিকে হাত নাড়িয়ে আপ আর কংগ্রেসকে নিশানা করে একের পর এক আক্রমণ সানিয়ে গেলেন নরেন্দ্র দামোদরদাস মোদী।
তিনি বলেন যে, আজ দিল্লিবাসীরা অত্যন্ত উৎসাহিত ও স্বস্তিতে রয়েছেন। দিল্লির মানুষ আমাদের হৃদয় খুলে আশীর্বাদ করেছেন। এই বিশ্বাসের দাম ডবল ইঞ্জিনের সরকার দেবে।তিনি আম আদমি পার্টির নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে বলেন শর্টকার্টের রাজনীতিকে শর্টসার্কিট করে দিয়েছে জনতা। রাজনীতিতে শর্টকার্ট ও মিথ্যার কোনও জায়গা নেই বলে মন্তব্য মোদীর।
তিনি বলেন দিল্লিতে বিকাশের জয়, দিল্লির জনতাই দিল্লির আসল মালিক। হরিয়ানার পর মহারাষ্ট্রে নয়া রেকর্ড গড়েছি, এবার দিল্লিতেও ইতিহাস গড়েছি আমরা। প্রধানমন্ত্রীর দাবী দিল্লিতে বিজেপির সুশাসন দেখবে সাধারণ মানুষ। মধ্যবিত্তের উন্নয়নই বিজেপির লক্ষ্য। আধুনিক শহর হিসাবে গড়ে উঠবে দিল্লি।
প্রচারের সময় তাঁর শ্লেষ ফিরিয়ে এনেই তিনি বলেন যে মানুষ আপদ বিদায় করেছে। আজকের জয় সামান্য জয় নয় ঐতিহাসিক জয়। কেজরিওয়ালের দলের পাশাপাশি কংগ্রেসের নীতির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। দেশের রাজনীতিতে সবথেকে পুরনো পার্টির করুণ পরিস্থিতির কথা তুলে তিনি বলেন দিল্লির ভোটে কংগ্রেস জিরোর ডবল হ্যাটট্রিক পেয়েছে।