বঙ্গবার্তা ব্যুরো,
রবিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে, প্রাণ হারিয়েছেন ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জওয়ান। ছত্তিশগড় ও মহারাষ্ট্র সীমান্তবর্তী ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল নিরাপত্তা বাহিনীর একটি দল। জওয়ানদের দেখা মাত্রই গুলি চালায় মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ১২ জন মাওবাদী নিহত হয়।
পুলিশ সূত্রে দাবী ছত্তিশগড়ে চলতি বছরে বিভিন্ন এনকাউন্টারে ৬০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। এক সপ্তাহ আগেই বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়, তাতে
আট মাওবাদীর মৃত্যু হয়েছিল। এবারের অভিযানে ঘটনাস্থল থেকে প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হয়েছে। বস্তার পুলিশের দাবী নিহত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে।
২০২৬ সালের মধ্যে নকশালবাদের অবসান ঘটানোর লক্ষ্য স্থির করেছে কেন্দ্রীয় সরকার। রবিবারের এই অভিযান সেই প্রতিশ্রুতিরই অংশ। উল্লেখ্য, গত ৬ই জানুয়ারি বিজাপুরে মাওবাদীরা আইইডি বিস্ফোরণের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর গাড়ি উড়িয়ে দিয়েছিল। ওই হামলায় ৮ জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ডিআরজি জওয়ান এবং চালক নিহত হন। সেই ঘটনার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকশালবাদ নির্মূলের সংকল্পের কথা ফের ঘোষণা করেন।
ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ মাওবাদী ও দুই জওয়ানের মৃত্যু
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-09-at-2.20.44-PM.jpeg)