মুখ্যমন্ত্রী পেতে দিল্লিবাসীকে অপেক্ষা করতে হবে


বঙ্গবার্তা ব্যুরো,
২৬ বছর পর বিপুল গরিষ্ঠতা নিয়ে দিল্লীর মসনদে বসতে চলেছে বিজেপি। কিন্তু কে হবেন নতুন মুখ্যমন্ত্রী তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। দিল্লীর নেতারা এই জয়ের পুরো কৃতিত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দিল্লীর নয়া মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান তাই মোদী ছাড়া হতেই পরে না বলেই বিজেপি সূত্রের খবর। এদিকে প্রধানমন্ত্রী সোমবারই বিদেশ সফরে যাচ্ছেন। দশ তারিখ তাঁর প্যারিস যাওয়ার কথা । প্যারিস থেকে তিনি যাবেন আমেরিকা। সেখানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা ১২ অথবা ১৩ই ফেব্রুয়ারি।
১৯৯৮ সালের পর এই প্রথম দিল্লী দখল করেছে বিজেপি। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি দলের শীর্ষ স্তরের নেতারা উপস্থিত থাকবেন। বিজেপির এতবড় সাফল্যের অনুষ্ঠান প্রধানমন্ত্রী ছাড়া হতেই পারে না বলেই মত বিজেপি নেতাদের। তাই তাঁরা বলছেন মোদি আমেরিকা থেকে ফিরলেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। মুখ্যমন্ত্রীর মুকুট কার মাথায় উঠবে তা নিয়েও দলে চর্চা শুরু হয়েছে। এই দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল কে হারানো পরবেশ বর্মা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।