“সাফল্যের দ্বাদশ সঙ্কেত”

অমৃত কথা

১)জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। একটা চাইতে গিয়ে দশটা চেয়ে ব’সো না। একেরই যা’তে চরম হয় তাই কর। সবগুলিই রক্ষা পাবে।
২)উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্তচিত্তে সমস্ত সহ্য কর _তবেই তোমার উদ্দেশ্য সফল হবে।
৩) হৃদয় দাও, কখনো হ’টে যেতে হবে না।
৪) নির্ভর কর, কখনো ভয় পাবে না।
৫)বিশ্বাস কর, অন্তরের অধিকারী হবে।
৬)সাহস দাও কিন্তু শঙ্কা জাগিয়ে না- দিতে চেষ্টা কর।
৭)ধৈর্য ধর,বিপদ কেটে যাবে।
৮)কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজদোষ স্বীকার কর- মুক্তকলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে।
৯)সংযত হও, কিন্তু নির্ভীক হও।
১০) সরল হও,কিন্তু বেকুব হ’য়ো না।
১১) বিনীত হও, তাই ব’লে দুর্ব্বলহৃদয় হ’য়ো না।
১২)সাধু সেজো না, সাধু হ’তে চেষ্টা কর। ‘সত্যানুসরণ’