সঙ্গী যোগী কুম্ভ স্নান সারলেন রাষ্ট্রপতি

বঙ্গবার্তা ব্যুরো,

সোমবার সকাল থেকে ত্রিবেণী সঙ্গম স্থল ছিল কঠোর নিরাপত্তার চাদরে মোড়া। নিরাপত্তার কড়াকড়িতে সাধারণ মানুষের ধারে কাছে ঘেঁষবার জো ছিল না। আগেই খবরছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন কুম্ভ স্নান করবেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট সময় এসে পৌঁছন রাষ্ট্রপতি। তাঁর স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন রাজ্যপাল আনন্দীবেন পটেল।রাষ্ট্রপতির স্নানের জন্য একটি ভাসমান জেটির ব্যবস্থা করা হয়েছিল। জেটি থেকে একটি সিঁড়ি নেমে আসে। সেই সিঁড়ি বেয়েই দ্রৌপদী মুর্মু তিন নদীর সঙ্গম স্থলে মহাকুম্ভের পুণ্য স্নান সারেন সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন পটেল। রাষ্ট্রপতির স্নানের জায়গা নিরাপত্তা রক্ষীরা দড়ি দিয়ে ঘিরে রাখে।পুণ্য স্নান সারার পর রাষ্ট্রপতি বড় হনুমান মন্দিরে পুজো দেন। এদিন তিনি বেশ কিছু সময় প্রয়াগরাজে সময় কাটাবেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় মহাকুম্ভে পুন্য স্নান করেছেন।