বঙ্গবার্তা ব্যুরো,
মহিলাদের পোষাক নিয়ে বিতর্ক কখনও শেষ হয় না। মহিলাদের পোষাক নিয়ে পুরুষদের আপত্তি সব সময়ই থাকে। সেই মহিলাদের পোষক নিয়ে সম্প্রতি এক ঐতিহাসিক রায় দিয়েছে দিল্লির এক আদালত।
গত বছর দিল্লির এক বারে কয়েকজন মহিলার নাচ নিয়ে অভিযোগ ওঠে। তাই নিয়ে মামলাও হয়। দিল্লির পাহাড়গঞ্জ এলাকার ওই পানশালার কয়েকজন যুবতী এবং কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মোট সাত জনের বিরুদ্ধে মামালা হয়েছিল। যুবতীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অশ্লীল ভাবে নাচানাচি করেছেন। এর ফলে সমাজে খারাপ বার্তা যাচ্ছে। এই ধরণের নাচ এবং পোষাক ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না।
এই মামলা ওঠে তিসজারির নিম্ন আদালতে। বিচারক নীতু শর্মা সমস্ত নথি পত্র খতিয়ে দেখেন। পানশালার সি সি টি ভি ফুটেজও আদালতে জমা দেওয়া হয়। বিচারক নীতু শর্মা বলেন, সমস্ত তথ্য প্রমাণ থেকে বোঝা যাচ্ছে অভিযুক্ত মহিলারা এমন কিছু করেন নি যার জন্য তাঁদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা যায়। ছোট পোষাক পরা কোনও অপরাধ নয়। নাচ করাও অপরাধের মধ্যে পড়ে না।এর পরেই তিনি অভিযুক্ত সকলকে বেকসুর খালাস করে দেন। খালাস পাওয়াদের মধ্যে যুবতীদের সঙ্গে ছিলেন পানশালার ম্যানেজারও।
বিচারক বলেন কোনও নাচ বা পোষাক নিয়ে আপত্তি বা অভিযোগ তখনই ওঠে যদি তা প্রকাশ্যে করা হয় এবং তাতে অন্য কেউ সমস্যায় পড়েন। ওই মহিলারা শরীর প্রদর্শন করার মতো পোষাক পরেন নি।
মহিলাদের পোষাক নিয়ে ঐতিহাসিক রায় দিল্লি আদালতের
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/IMG_9924-1-1440x1080-1.jpg)