বঙ্গবার্তা ব্যুরো,
দু’দিনের সফরে বুধবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করেন।অবতরণের পর, তাকে বিখ্যাত ‘ব্লেয়ার হাউসে’ নিয়ে যাওয়া হয় – যা বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসাবে পরিচিত। যেখানেই তিনি এই বিশেষ সফরের সময়টুকু থাকবেন। আমেরিকায় পৌঁছেই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কনকনে ঠান্ডা ও বৃষ্টির মধ্যেও অনেকেই সেখানে জড়ো হন এবং ‘ভারত মাতার জয়’, ‘বন্দে মাতরম’ ও ‘মোদি মোদি’ স্লোগান দিতে থাকেন।
প্রধানমন্ত্রী মোদীর সফরের আগেই হোয়াইট হাউসের বিপরীতে অবস্থিত ব্লেয়ার হাউস ভারতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে মোদী এই সফরে এসেছেন এবং এটি দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মোদীর মার্কিন সফরের সূচি অনুযায়ী ওয়াশিংটনে স্থানীয় সময় হিসেবে বৃহস্পতিবার সকালে ট্রাম্পের ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। আর তারপর সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদী।বিশ্লেষকদের মতে, মোদীর এই সফর ভারত-মার্কিন সম্পর্কের নতুন দিক খুলে যেতে পারে।
আমেরিকায় নেমেই উষ্ণ অভ্যর্থনা পেলেন মোদী, আজ বৈঠক ট্রাম্পের সঙ্গে
