বঙ্গবার্তা ব্যুরো,
বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার রাজ্যসভায় গৃহীত হল ওয়াকফ সংশোধনী বিলের রিপোর্ট। বিরোধীদের প্রবল বাধা দানের মধ্যেই রিপোর্ট গ্রহণ করেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। এরপরেই রাজ্যসভা সাময়িক মুলতুবি করে দেওয়া হয়।
এতদিন ওয়াকফ বিষয় নিয়ে কোনও রকম আলোচনার সুযোগ ছিল না। সেই ব্যবস্থায় বদল আনতে ২০২৪ এর ৮ অগস্ট সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন মন্ত্রী কিরণ রিজেজু। বিলের তীব্র বিরোধিতা করে বিরোধীরা। তাঁদের চাপের মুখে এই বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। জেপিসিতে বিজেপির পাশাপাশি, কংগ্রেস, তৃণমূল , আপ, এস পি , ডি এম কের মত বিরোধী দলের প্রতিনিধি ছিলেন।জেপিসির বৈঠকে তাঁরা বলেন, এই বিল পাশ হলে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হবে।এর পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত করবে।
ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেলে ওয়াকফ বোর্ডের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। সমস্ত ক্ষমতা চলে যাবে জেলাশাসকের হাতে। নতুন ব্যবস্থায় জেলাশাসক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকেও ক্ষমতাশালী হয়ে উঠবেন। বিরোধীদের আপত্তি উড়িয়ে জেপিসির চেয়ারম্যান রিপোর্ট গ্রহণ করে্ন । এবার সেই রিপোর্ট রাজ্যসভাতেও গৃহীত হয়ে গেল।
রাজ্যসভায় গৃহীত ওয়াকফ বিলের রিপোর্ট
