বঙ্গবার্তা ব্যুরো,
বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিল চালু হয়ে গেলে ১৯৬১ সালের পুরোন আয়কর আইন বাতিল হয়ে যাবে।অর্থমন্ত্রী নয়া বিল পেশ করার পরেই বিরোধীরা যৌথ ভাবে সভা থেকে বয়কট করেন। বিরোধীদের বাধার মুখে অর্থমন্ত্রী ঘোষণা করেন, বিলটি সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে। তাদের সুপারিশ পাওয়ার পর ফের বিল সংসদে পেশ করা হবে।
নির্মলা সীতারমন এদিন এই বিল পেশ করার সঙ্গে সঙ্গেই বিরোধীরা প্রতিবাদ জানাতে থাকেন। অর্থমন্ত্রী দাবি করেন আয়কর আইন আরও সহজ এবং সরল করার জন্যই এই বিল আনা হয়েছে।
সভা ছেড়ে বেরিয়া যাওয়ার আগে বিরোধীরা বলেন, আয়কর আইন সরল করার নামে তা আরও জটিল করা হচ্ছে।অনেক নতুন ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ অনেক বেশি সমস্যায় পড়বেন। অর্থমন্ত্রীর দাবি, ১৯৬১র সঙ্গে ২০২৫ এর তুলনা হতে পারে না। তাছাড়া পেরিয়া যাওয়া সময়েও আয়কর আইনে বহু পরিবর্তন এসেছে।সব দিক মাথায় রেখেই নতুন বিল আনা হয়েছে।
নয়া আয়কর বিল পেশ নির্মলার ওয়াক আউট বিরোধীদের
