ফের ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, চলল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Student Movement Heats Up Again in Bangladesh, Clashes with Police Ensue

পীযূষ চক্রবর্তী,
ফের উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। এবার পড়ুয়াদের কোপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা। যার জেরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে রাজশাহীতে। বৃহস্পতিবার রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেন পড়ুয়াদের একটা বড় অংশ। যার জেরে আজ রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শহরে তীব্র যানজট দেখা দেয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়।
জানা গিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে মূলত এদিন বিক্ষোভ মিছিলের ডাক দেন পড়ুয়ারা। এদিন দুপুরে রাজশাহী কলেজের কাছ থেকে মিছিলটি শুরু হয়। পরে সাহেব বাজার জিরো পয়েন্টে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পরে স্বাভাবিক হয়।
উল্লেখ্য,গত ৩০ জানুয়ারি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরারুল ইমামকে আহ্বায়ক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী হজরত আনাসকে সদস্যসচিব করে ১১৫ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয় ৬ মাসের জন্য। তা নিয়েই অসন্তুষ্ট ছিলেন পড়ুয়াদের একটা বড় অংশ। ওই বিক্ষুব্ধরাই এদিন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন। বিক্ষুব্ধদের অনেকেই মোহাম্মদ ইউনূসের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।