বঙ্গবার্তা ব্যুরো,
প্রায় সাড়ে ছয়শ দিনেরও বেশি সময় হতে চললো, হিংসা বন্ধ হওয়া তো দুরঅস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ ও দেখা যাচ্ছে না। কুকি ও মেইতেই সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে দুদিন আগেই মনিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার ফলে। মণিপুরে আলোচনার পথ খুললো বলে জানাচ্ছে বিভিন্ন সংগঠন গুলি।
এতদিন কুকি ও মেইতেইরা সব দোষ বীরেনের ঘাড়ে চাপাচ্ছিল।
সংঘর্ষের প্রথম থেকেই কুকিদের
সব দিক থেকে সাহায্য করেছে মিজোরাম।প্রায় ১২ হাজার কুকি
ঘরছেড়ে মিজোরামে আশ্রয় নিয়েছেন।এমন কি কুকি এলকা নিয়ে বৃহত্তর মিজোরাম গড়ার ডাক দেওয়া নিয়ে পরিস্থিতি ঘোরালো হয়েছে। এই অবস্থায় কেন্দ্রের সামনেও অন্য কোনো রাস্তা খোলা ছিল না।
হিংসাদীর্ণ মনীপুরে রাষ্ট্রপতি শাসন জারি
