বঙ্গবার্তা ব্যুরো,
বহু প্রতিক্ষীত ট্রাম্প সাক্ষাতে উষ্ণ অভ্যর্থনাই পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক আলোচনার আগে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং লবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বলেন – “উই মিসড ইউ এ লট”।প্রধানমন্ত্রী মোদীও পুনরায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
একাধিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর হোয়াইট হাউসে যৌথ সাংবাদিক বৈঠক করেন তাঁরা। আর সেখানেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন যে, বোমা, বন্দুক এবং গুলির মধ্যে শান্তি আলোচনা সফল হতে পারে না এবং কোনো সমস্যার সমাধান যুদ্ধক্ষেত্রে সম্ভব নয়। তিনি বলেন, “নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শান্তি অত্যন্ত প্রয়োজনীয়… শান্তি আলোচনা বোমা, বন্দুক এবং গুলির মধ্যে সফল হয় না।” তিনি জানান, ‘ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির সঙ্গে আছে।’ অর্থাৎ ভারত শান্তির পক্ষে থেকে ইউক্রেন সংঘাতের অবসানে অবদান রাখতে প্রস্তুত।
একাধিকবার যুদ্ধ থামাতে উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। মোদীর সঙ্গে বৈঠকের একদিন আগেই যুদ্ধ ছেড়ে শান্তির পথে ফিরে আসার বার্তা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প।যুদ্ধ শেষ করতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে মোদী বলেন, ভারত সবসময়ই শান্তির সমর্থক। এটা কখনও যুদ্ধের যুগ নয়। আর তা রাশিয়ার প্রসিডেন্ট পুতিনকেও জানিয়েছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তা যাতে অবিলম্বে বন্ধ হয় সেই বার্তাও দিলেন তিনি।
নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে, ট্রাম্পের সঙ্গে সাংবাদিক বৈঠকে বার্তা মোদীর
