আদানি নিয়ে কথা হয়নি জানিয়ে দিলেন প্রধানমত্রী


বঙ্গবার্তা ব্যুরো,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিকে তাকিয়ে ছিল সারা বিশ্ব।দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সারা বিশ্বেই সাড়া ফেলে দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে তাঁর শুল্ক নীতি এবং অবৈধ বসবাসকারীদের তাদের দেশে ফেরত পাঠানোর মতো সিদ্ধান্তে বিশ্বের বহু দেশই চিন্তিত। এই তালিকায় বাদ নেই ভারতও। শুল্ক এবং অবৈধ বাসবাসকারীদের ফেরত পাঠানোর মতো বিষয় ছাড়াও ভারতের প্রধানমন্ত্রীকে আরও একটি বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রশ্নের মুখে পড়তে হয়। ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানিকে নিয়ে মার্কিন প্রশাসনে ওঠা একাধিক প্রশ্নেরও জবাব চাওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত এক মহান দেশ। সারা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রাখার নীতিতেই বিশ্ব্বাস করে তারা। এই প্রসঙ্গেই তিনি বসুধৈব কিটুম্বকম এর কথা বলেন। তিনি বলেন দুই দেশের প্রধানের মধ্যে যখন কথা হয় সেখানে এই ধরণের কোনও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা হয় না।
গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে না দিলেও ট্রাম্প প্রেসিডেন্টের পদে বসার পরেই ওই বিষয়ে সংশ্লিষ্ট আইন খতিয়ে দেখার পরেই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। মামলা এখনও পুরোপুরি বাতিল করা হয়নি।