তিন ইজরায়েলি বন্দীকে মুক্তি হামাসের, পাল্টা মুক্তি ৩৬৯ প্যালেস্তেনীয়ের

বঙ্গবার্তা ব্যুরো,
গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী তিন ইজরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস। বিনিময়ে ইজরায়েল তার দুই কারাগার থেকে ৩৬৯ জন প্যালেস্তেনীয় বন্দীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে ৩৬ জন ইজরায়েলের জেলে যাবজ্জীবন সাজা খাটছিলেন। বাকি ৩৩৩ জন বন্দিকে গ্রেপ্তার করা হয়েছিল ইজরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলাকালীন।
শনিবারের এই বন্দী মুক্তি নিয়ে অবশ্য বড় আশঙ্কা দেখা দিয়েছিল। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এই মুক্তি স্থগিত রাখার হুমকি দিয়েছিল হামাস। পাল্টা এমনটি হলে গাজায় আবার হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দেয় ইজরায়েল। হুঙ্কার ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। একদিন আগে শুক্রবার দুই পক্ষই জানায়, পরিকল্পনা অনুযায়ী শনিবার বন্দীদের মুক্তি দেওয়া হবে। মিশর ও কাতারের মধ্যস্থতায় শনিবার হামাস মুক্তি দিয়েছে ৩ বন্দিকে। ৪৯৮ দিন পর হামাসের কবল থেকে মুক্ত হওয়া এই বন্দিদের তালিকায় রয়েছেন এক মার্কিন নাগরিকও। এই বন্দিদের শনিবার আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের হাতে হস্তান্তর করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে হামাসের অতর্কিত হামলায় মৃত্যু হয় ১২০০ জনের। হামাসের হাতে বন্দি হওয়া ২৫১ জনের মধ্যে ৩৪ জন বন্দির মৃত্যু হয়েছে পণবন্দি থাকাকালীন। বাকিদের মধ্যে ১২৮ জনকে ইতিমধ্যেই মুক্তি দিয়েছে হামাস। এখনও বন্দি অবস্থায় রয়েছেন ৪১ জন। গাজায় যুদ্ধবিরতি হবে তিন ধাপে। এর মধ্যে প্রথম ধাপ চলবে ৪২ দিন।