কীভাবে বিধবা হলেন ঋতাভরী


বঙ্গবার্তা ব্যুরো,
সমাজকে বার্তা দিতে এবার বিধবার চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। এর আগেও তিনি এমন বহু চরিতে অভিনয় করেছেন যেখানে সামাজিক বর্তা দেওয়া হয়েছে। তেমনই এক চরিত্রে আবার দেখা যাবে ঋতাভরীকে। গল্পে অনেক রহস্যের জাল বোনা হয়েছে। সেই রহস্যের জালে দর্শকদের কতটা টেনে আনা যায় বা ধরে রাখা যায় সেটাই এই সিরিজ নির্মাতাদের প্রধান চ্যালেঞ্জ।ঋতাভরীর সঙ্গে এই সিরিজে আর কে কে অভিনয় করছেন তা এখনই ভাঙতে চাইছেন না কর্তৃপক্ষ।
বিধি বাম নামে এক সিরিজে বিধবার চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী। এক জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজ দেখানো হবে। তবে শুটিং শুরু হতেই বিপত্তি। পড়ে গিয়ে চোট পেয়েছেন ঋতাভারী। আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। সুস্থ হলেই ফ্লোরে ফিরবেন ।