হাসিনা সরকারের পতনের পর ফের শুরু ভারত-বাংলাদেশ সীমান্ত আলোচনা

বঙ্গবার্তা ব্যুরো,
মঙ্গলবার দিল্লিতে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বি-বার্ষিক সীমান্ত আলোচনা।ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা রাব এই আলোচনায় অংশ নিয়েছে। দিল্লীতে এই বৈঠকে বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আলোচনায় অংশ নেন।সাম্প্রতিক পরিস্থিতির জেরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে আলোচনার উদ্দেশ্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন সমস্যার সমাধান করা।


গত বছরের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এটিই প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। দু পক্ষই সীমান্ত এলাকায় অপরাধ, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সমন্বিত প্রচেষ্টা চালানোর বিষয়ে আলোচনা করবে। এই দ্বি-বার্ষিক আলোচনা এর আগে গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।এই আলোচনা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমাতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সাহায্য করতে পারে বলে আশা করা হচ্ছে। ২০ ফেব্রুয়ারি দু’পক্ষের ‘জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন’ স্বাক্ষরের মধ্য দিয়ে আলোচনা শেষ হবে বলে জানা যাচ্ছে।