বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার আট দেশের চ্যাম্পিয়নস ট্রফির উস্বোধনী ম্যাচে মুখোমুখী হচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। খেলা হবে করাচিতে। এবার এই টুর্ণামন্টের আয়োজক দেশ পাকিস্তান।টুর্ণামেন্ট শুরুর আগে থেকেই তা নিয়ে কম বির্তক হয়নি।পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি হয় নি ভারত।এই জটিলতা কাটাতে আই সি সির মধ্যস্থতায় স্থির হয় ভারত তার ম্যাচ খেলবে নিরপেক্ষ দেশের মাটিতে। সেই হিসেবে ভারতের সব খেলাই হবে দুবাইতে।
ক্রিকেট ম্যাচে এইভাবে আয়োজক দেশের বাইরে গিয়ে ম্যাচ খেলার পদ্ধতিকে হাইব্রিড পদ্ধতি বলা হচ্ছে। এর আগে অনেক বড় বড় টুর্ণামেন্ট দুই দেশ মিলে আয়োজন করেছে। কিন্তু কোনও দেশ আয়োজক দেশে গিয়ে খেলতে চাইছে না এমনটা সচরাচর হয় নি।
চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচই ভারত খেলবে দুবাইতে। এমনকি তারা যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচও হবে দুবাইতে।অপরদিকে পাকিস্তান যদি টুর্ণামেন্টের শেষ চারে পৌঁছে ভারতের মুখোমুখী হয় তাহলে সেই ম্যাচও হবে দুবাইতে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ু যুদ্ধ, আগামী রবিবারই সেই যুদ্ধে নামছে দুই দেশ।
এদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছুটা চাপ নিয়েই খেলতে নামছে পাকিস্তান। কিছুদিন আগেই তারা ত্রিদেশীয় টুর্ণামেন্টে নিউজিল্যান্ডের কাছে হেরেছে।তাই দেশের মাটিতে নিজেদের সেরাটা দিতে মরিয়া মহম্মদ রিজওয়ানের পাকিস্তান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন তিনি একা নন, দলের পনের জন সদস্যই অধিনায়ক
চ্যাম্পিয়নস ট্রফিতে আজ নিউজিল্যান্ডের সামনে পাকিস্তান
