বঙ্গবার্তা ব্যুরো,
শেষমেশ তাঁর পূর্বনির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানা যাচ্ছে মার্কিন-রুশ বৈঠককে ‘বৈধতা’ দিতে রাজি নন জেলেনস্কি। এ কারণেই তিনি আপাতত সৌদি আরবে যাচ্ছেন না। সৌদি কূটনীতিকদের উপস্থিতিতেই সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক। এই বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের প্রধান সহযোগী ইউরি উশাকভ।
মঙ্গলবার তুরস্ক সফরে ছিলেন জেলেনস্কি। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার জেলেনস্কির সৌদি আরব সফরে যাওয়ার কথা থাকলেও তুরস্কে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ১০ মার্চ পর্যন্ত তাঁর সৌদি আরব সফর স্থগিত থাকবে। রিয়াদে যা হয়েছে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বা হবে সেটাকে কোনো ধরনের স্বীকৃতি দিতে রাজি নন ইউক্রেন প্রেসিডেন্ট। অন্যদিকে রিয়াদে অনুষ্ঠিত হওয়া বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিদেশমন্ত্রীরা ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে যেতে তারা একমত হয়েছে বলে আলোচনা শেষে জানিয়েছেন।
মার্কিন-রুশ আলোচনাকে সমর্থন নয়, সৌদি গেলেনই না জেলেনস্কি
