ভারতকে এত টাকা কেন দেব, অনুদান বাতিল করে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

বঙ্গবার্তা ব্যুরো,
ভারতের ভোটার টার্নআউট বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিলের নথিতে স্বাক্ষরের পাশাপাশি এবার তার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই ইলন মাস্কের নিয়ন্ত্রণে থাকা ‘ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি’ ভারতকে এই আর্থিক সাহায্য দেওয়ার কথা প্রকাশ্যে আনে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, “ভারত অনেক বেশি কর আরোপকারী দেশ।আমাদের কেন ২১ মিলিয়ন ডলার ভারতকে দিতে হবে? তাদের অনেক বেশি অর্থ রয়েছে।”
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন যে, “আমরা সেখানে প্রবেশ করতে পারি না কারণ তাদের শুল্ক এত বেশি। আমি ভারতের এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি অনেক শ্রদ্ধা রাখি, কিন্তু ভোটার টার্নআউটের জন্য ২১ মিলিয়ন ডলার দেওয়া হবে ?”
এদিকে ভোটদানে উৎসাহ দেওয়ার জন্য আমেরিকার ২১ মিলিয়ন ডলারের বিষয়টি কদিন আগে সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি এবং কংগ্রেস উভয়েই এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে। যদিও প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি বলেছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএসএআইডি-এর কোনও আর্থিক সহায়তা জড়িত ছিল না। তবে শুধু ভারত নয়, মার্কিন ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি’র তালিকাভুক্ত অন্যান্য তহবিলের মধ্যে রয়েছে বাংলাদেশ এবং নেপালেকে দেওয়া অর্থও