বঙ্গবার্তা ব্যুরো,
ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেছেন যে, জেলেনস্কির সমর্থন মাত্র ৪ শতাংশে নেমে এসেছে। কিন্তু বিবিসি ও অন্যান্য নির্ভরযোগ্য সমীক্ষা অনুসারে, ইউক্রেনে এখনো ৫৭ শতাংশ জনগণ জেলেনস্কিকে সমর্থন করে। রয়টার্স ও কিয়েভ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সোসিওলজির ২০২৩ সালের শেষ দিকের সমীক্ষায় দেখা গেছে, জেলেনস্কির জনপ্রিয়তা ৬৫-৭০% পর্যন্ত ছিল। অবশ্য যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে জনসমর্থন কিছুটা কমলেও তা ট্রাম্পের দাবি অনুযায়ী ৪ শতাংশে নামেনি।
পাশাপাশি ট্রাম্পের অভিযোগ ইউক্রেনে নির্বাচন না করেই ক্ষমতা দখল করে রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি।কিন্তু তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।জেলেনস্কি ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন, যার পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হয়েছে। সাধারণত ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু রাশিয়ার সামরিক আগ্রাসন (২০২২ সালের ফেব্রুয়ারি থেকে) শুরুর পর দেশটিতে সামরিক আইন জারি করা হয়।কাজেই অনেকের মত হল নির্বাচন না হওয়াটা যুদ্ধকালীন বাস্তবতার কারণে হয়েছে, এটি জেলেনস্কির ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। অতএব, ট্রাম্পের বক্তব্য যে, “জেলেনস্কি নির্বাচন করতে অস্বীকৃতি জানিয়েছেন”, সেটি পুরোপুরি সত্য নয়। এটি মূলত যুদ্ধকালীন পরিস্থিতির কারণে স্থগিত রাখা হয়েছে।
জেলেনস্কিকে ট্রাম্পের তোপে চর্চা শুরু বিশ্বজুড়ে, দাবি বনাম বাস্তবতা নিয়ে প্রশ্ন
