আবার হার মহমেডানের

বঙ্গবার্তা ব্যুরো,
মহামেডান স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে দুনম্বরে উঠে আসার সম্ভাবনা জোরালো করল খালিদ জামিলের জামশেদপুর এফসি। ছয় মিনিটে ঋত্ত্বিক দাসের প্রথম গোলের পরে ৮২ মিনিটে দ্বিতীয় গোল নিখিল বার্লার। পুরো ম্যাচ জুড়েই জামশেদপুর এফসির দাপট। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের পরে সহকারী কোচ মেহেরাজউদ্দিন বলেছিলেন তারা ঘুরে দাঁড়াবেন।কিন্তু দলের আভ্যন্তরীন অবস্থা এতটাই নড়বড়ে যে ফুটবলাররা ভালো খেলার তাগিদ পাচ্ছেন না। আশা জাগিয়ে শুরু করে আইএসএলে ক্রমশই তলানিতে মহমেডান। কিশোরভারতী স্টেডিয়ামে পুরো নব্বই মিনিট একবারের জন্যও মনে হয়নি মহমেডান গোল করার জায়গায় রয়েছে। অ্যালেক্সিস গোমেজকে জোনাল মার্কিংয়ে রুখে দিয়ে এবং ফ্রাঙ্কার দৌড় বন্ধ করে মহমেডানের যাবতীয় আক্রমনের সম্ভাবনায় জল ঢেলে দিয়েছিলেন খালিদ জামিল। বাংলার জার্সিতে সন্তোষ ট্রফি জয়ের নায়ক রবি হাঁসদাকে প্রথম একাদশে খেলালেন মেহেরাজউদ্দিন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরিবর্ত নেমে নজর কেড়েছিলেন। জামশেদপুরের বিরুদ্ধেও তার ছটফটানি একমাত্র উজ্বল দিক সাদা কালো ব্রিগেডের। কিন্তু তাঁর একক প্রচেষ্টা খুব সহজেই জামশেদপুর ডিফেন্ডাররা নিষ্প্রভ করে দিচ্ছিল।
ছয় মিনিটে ঋত্ত্বিক দাসের গোল। জাভি হার্নান্দেজের শট জুডিকার গায়ে লেগে ছয় গজ বক্সের মধ্যে ছিটকে চলে যায় ঋত্ত্বিকের কাছে। গোল করতে তিনি ভুল করেননি। শুরুতেই গোলের ধাক্কা পুরো মহমেডান দলকেই ছন্নছাড়া করে দেয়। কোনও আক্রমনই দানা বাধছিল না। অগোছালো প্রতিপক্ষের বিরুদ্ধে তাই খেলার রাশ তুলে নিতে হার্নান্দেজ, ঋত্ত্বিক,জর্ডন মারেদের অসুবিধা হয়নি।
বিরতির পরেও পিছিয়ে থাকা অবস্থা থেকে পাল্টা লড়াইয়ের চেষ্টা মহমেডানের খেলায় দেখা যায়নি। তেমনই বলের নিয়ন্ত্রন রেখেও গোলের মুখ খুলতে পারছিল না। শেষ পর্যন্ত ৮২ মিনিটে দ্বিতীয় গোল নিখিল বার্লার।
পয়েন্ট টেবিলে এফসি গোয়াকে তাড়া করছে জামশেদপুর। বিদেশি কোচেদের ভিড়ে জাত চেনাচ্ছেন খালিদ জামিল। স্বল্পভাষী ভারতীয় কোচ বলছেন প্রথম ছয় নিশ্চিত করে ধাপে লক্ষ্যপূরণে যেতে চান।