সরলতা

অমৃত কথা

সরল হও, কিন্তু বেকুব হয়ো না। তাই সরল মানেই হচ্ছে সোজা গনগনে অনুরাগওয়ালা গতিসম্পন্ন আদর্শপ্রাণতা — যা-কিছু সবই যেন আদর্শ-পরিপূরক আস্তরণে অভিদীপ্ত হয়ে আছে।
যদি সুবোধ হতে চাও তোমাকে সরল হতেই হবে।
আদর্শে অযুক্ত ব্যক্তি সরল হলেও বেকুব, কম মস্তিষ্ক হয়ে থাকে — তাদের বুদ্ধিমত্তার গোঁড়ামি থাকলেও মন-গড়া বেকুবী বোধের তরজমা দিয়ে কুটভঙ্গীতে আলেয়া-স্বচ্ছতায় দুনিয়ার যা-কিছুকে অনুবাদ করে থাকে।
তাই যে যেমন সরল, সে তেমন সুবোধ। আর যে সরল সেই শুধু টের পেতে পারে তার আশেপাশে যত বাঁকা যত কুটিল তা কেমনতর, কি মেকদারের – তা দিয়ে কি-ই বা করতে পারা যায়, আর কি-ই বা হতে পারে। আর যে নিজেই বাঁকা, অন্য বাঁকাগুলি কেমনতর তা কি করেই বা মেপে দেখবে সে?
তাই যে যেমন অসরল, তার ভাবা, কওয়া ও করার ভিতর তেমনিই চিরবিরোধ ও অসামঞ্জস্য — এটা ঠিকই জেনো।
সরল সাধুতার মত আর চতুরতা নেই, যে যেমনই হোক্ না কেন, এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। Honesty is the best policy.