পীযূষ চক্রবর্তী,
খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী। জামশেদপুরে গুলি চালিয়ে কলকাতায় গা ঢাকা দিয়েছিল তারা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চিংড়িহাটার কাছে তাদের ধরার চেষ্টা করে। তখনই পুলিশের তাড়া খেয়ে ওই দুই দুষ্কৃতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। সেখান থেকে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ মনোজ বারিক ও বিশাল বারিক নামে ওই দুজনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামশেদপুরের বিষ্ণুপুরে শিবম ঘোষ নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। ওই ঘটনায় চার যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। খুনের পর ওই চার দুষ্কৃতী যায় ঘাটশিলায়। সেখান থেকে বুধবার রাতে সাঁতরাগাছি স্টেশন থেকে নিউটাউনের সাপুরজি যাওয়ার কথা ছিল। সেই মতো তারা অ্যাপ ক্যাব বুক করে। গাড়িতে ওঠার পরই চালকের সন্দেহ হয় তাদের গতিবিধি দেখে। চালকই পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপরই পুলিশ তাদের উপর নজর রাখা শুরু করে। প্রগতি ময়দান থানার কাছে এলে পুলিশ ওই গাড়ি ধাওয়া করে। তখন পুলিশের হাতে ধরা পড়ে মহম্মদ আসিফ নামে এক দুষ্কৃতী। বাকিরা অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়। যাদবপুর ক্যাম্পাস থেকে ধরা পড়ে দুজন। এখনও অধরা এক দুষ্কৃতী।
যাদবপুর ক্যাম্পাস থেকে গ্রেফতার খুনের দুই অভিযুক্ত
