
সল্টলেক সেক্টর ফাইভে রহস্যমৃত্যু এক আইটি কর্মীর। মৃত যুবকের নাম পরিবেশ চট্টোপাধ্যায় (২৮)। সেক্টর ফাইভের একটি বহুতলের নীচ থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই বহুতলের ১৬ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। পরিবেশ আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।মাস মাস আগে সিঁথি এলাকায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল প্রণব রায় নামে এক আইটি কর্মীর। ওই এলাকার একটি আবাসনের নীচ থেকে মুখে প্লাস্টিক বাঁধা অবস্থায় প্রণবের দেহ উদ্ধার করে পুলিশ। তাই সেক্টর ফাইভের ঘটনা বেশ গুরুত্ব দিয়েই দেখছেন তদন্তকারীরা।জানা গিয়েছে, পরিবেশ সল্টলেকের সেক্টর ফাইভে একটি আইটি কোম্পানিতে কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় বহুতলের নীচে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেন। পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, বা মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে পুলিশ তাও খতিয়ে দেখছে।