বঙ্গবার্তা ব্যুরো,
ইডির মামলায় জামিন হলেও সি বি আই এর মামলার জেরে এখনও জামিন পান নি্ পার্থ চট্টোপাধ্যায়।নিয়োগ দুর্নীতি মামলায় এখনও তিনি জেলে রয়েছেন। হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় দুই বিচারপতি্র ভিন্ন মতের কারণে মামলা তৃতীয় বিচারপতির কাছে যায়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীও পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের জামিন না মঞ্জুর করে দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে সি বি আই কে। তার শুনানি হতে পারে ২০শে মার্চ।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ন জনের জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিংহ একমত হতে পারেন নি। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৯ জনেরই জামিন মঞ্জুর করেন। অন্যদিকে বিচারপতি অপূর্ব সিংহ পার্থ সহ পাঁচ জনের জামিনে আপত্তি জানান। এই অবস্থায় মামলা তৃতীয় বিচারপতির কাছে পাঠান হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ পার্থ সহ পাঁচ জনের জামিন না মঞ্জুর করেন। এই রায়কেই সুপ্রিল কোর্টে চ্যালেঞ্জ জানান পার্থর আইনজীবী। তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট সি বি আই কে নোটিশ দিয়েছে। আগামী ২০ মার্চ সেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পার্থর জামিন নিয়ে ২০ মার্চ সুপ্রিমে শুনানির সম্ভাবনা
