বিভিন্ন বাসে পর পর বিস্ফোরণ, ইজরাইয়েল জুড়ে সতর্কতা

বঙ্গবার্তা ব্যুরো,
তেল আভিভ লাগোয়া দুটি শহরতলির তিনটি বাসে বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসল ইজরাইয়েল।বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়াম শহরে অন্তত তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্যালেস্তাইনের বিদ্রোহের সময় ইজরায়েলে যে একের পর এক ভয়াবহ বাস বিস্ফোরণ ঘটানো হত, তার ভয়ংকর স্মৃতি ফিরিয়ে এনেছে বৃহস্পতিবারের ঘটনা।
বিস্ফোরণের কারণ নিয়ে সন্দেহ বাড়ছে।এ ঘটনার পর গোটা শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬ মাসের যুদ্ধের পরে গাজায় প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইজরায়েলের মধ্যে যখন সংঘর্ষবিরতি চুক্তি আছে, তখন সেই পুরনো ধাঁচে বাস বিস্ফোরণের বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না তেল আভিভ। বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং তল্লাশি চালানো হয়। ইজরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, তদন্তে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা শিন বেটকে সহায়তা করছে।