পীযূষ চক্রবর্তী,
এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ওই চারজনের মধ্যে একজন স্থায়ী কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে নদিয়ার বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জাল সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন স্থানীয় লোকজন। বর্তমানে ওই পঞ্চায়েতটি বিজেপি দ্বারা পরিচালিত। সেখানেই জাল সার্টিফিকেট পাইয়ে দেওয়ার বিনিময়ে পঞ্চায়েতের কর্মীদের একাংশ মোটা টাকা নিতেন। সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ একজন স্থায়ী কর্মীসহ চারজন পঞ্চায়েত কর্মীকে গ্রেফতার করেছে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ এই সময়েই মূলত জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে ওই পঞ্চায়েত থেকে। সেই সময় পঞ্চায়েতের পরিচালনা করত তৃণমূল। তখনই এই দুর্নীতি হয়েছে। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বর্তমানে বিজেপি দ্বারা পরিচালিত পঞ্চায়েতকেই পুরো ঘটনার জন্য দায়ী করেছে।
জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার চার পঞ্চায়েত কর্মী
