বঙ্গবার্তা ব্যুরো,
আরজিকরের ঘটনার পর কড়াকড়ি বেড়েছে রাজ্যের মেডিকাল কলেজগুলিতে। এবার হাসপাতালে বহিরাগত ঠেকাতে নয়া উদ্যোগ নিল নীলরতন সরকার হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের আশা নয়াব্যবস্থায় হাসপাতালে বহিরাগতদের প্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারি পড়ুয়া দের জন্য নতুন কিউ আর কোড দেওয়া সচিত্র পরিচয় পত্র চালু করেছে। এই কার্ড ছাড়া হাসপাতাল চত্বরে প্রবেশে কড়াকড়ি করা হচ্ছে। তবে এর সঙ্গে নজর রাখা হচ্ছে এর জন্য রোগীর পরিজনরা যাতে কোনও অসুবিধায় না পড়েন। নতুন কার্ড আন্ডার গ্র্যাজুয়েট,পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল এবং প্যারা মেডিকাল সবার জন্যই বাধ্যতা মুলক। শুধু তাই নয়, নতুন কার্ডের সঙ্গে চোখের লিঙ্ক করা হয়েছে। ফলে একজনের কার্ড অন্য কেউ নিয়ে হাসপাতালে ঢুকতে পারবেনা। স্বাস্থ্য দফতর হাসপাতালে , চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার ওপর জোর দিয়েছে।
আরজিকরের ঘটনার পর রাজ্য জুড়ে যে আন্দোলন হয়েছিল তার মূল দাবিই ছিল অপরাধীর শাস্তি এবং হাসপাতাল চত্বরে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার এখন সেই ব্যবস্থা নিতে শুরু করেছে। এন আর এসে পরিচয়পত্র চালু করা তারই নমুনা।
আরজিকর থেকে শিক্ষা নিয়ে এবার পরিচয়পত্র চালু এনআরএস মেডিক্যাল কলেজে
