রাত পোহালেই জার্মানিতে নির্বাচন, সমীক্ষায় এগিয়ে সিডিইউ-সিএসইউ জোট

বঙ্গবার্তা ব্যুরো,
জার্মানিতে ২৩ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন। এটা জার্মানির ২১তম পার্লামেন্ট নির্বাচন। প্রায় সাড়ে আট কোটি মানুষের দেশ জার্মানিতে এ বছর মোট ভোটারের সংখ্যা প্রায় ৫ কোটি ৯২ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লক্ষ। আর পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ। অর্থাৎ প্রায় ছয় কোটি ভোটার আগামী চার বছরের জন্য সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এবারের নির্বাচন দেশটির ভবিষ্যৎ রাজনীতির পাশাপাশি ইউরোপীয় রাজনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জার্মানির নির্বাচন ব্যবস্থায় প্রতিটি ভোটার দুটি ভোট দেন। প্রথমে একটি সংসদ সদস্য এবং পরে একটি রাজনৈতিক দলের জন্য। দ্বিতীয় ভোটের মাধ্যমে সংসদে দলগুলোর অনুপাত নির্ধারিত হয়। একটি দল যদি ৫ শতাংশ বা তার বেশি ভোট পায়, তবে তারা সংসদে আসন পেতে সক্ষম হয়। নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল (সিডিইউ) ও তাদের সহযোগী দল ক্রিশ্চিয়ান সামাজিক দল (সিএসইউ) এগিয়ে রয়েছে। তারা কট্টর ডানপন্থি এএফডির তুলনায় প্রায় ১০ শতাংশ এগিয়ে। সিডিইউ-সিএসইউ এখনো সবচেয়ে শক্তিশালী দল হিসেবে গণ্য হচ্ছে। এবারে জোট সরকার গঠনের সম্ভাবনা থাকলেও বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎস – এর তুলনায় চ্যান্সেলর প্রার্থী হিসেবে সিডিইউ-সিএসইউর নেতা ফ্রিডরিখ ম্যার্ৎস এগিয়ে আছেন।