কেরালায় তৃণমূল মুসলিম লীগ সমঝোতার সম্ভাবনা


বঙ্গবার্তা ব্যুরো,
কেরালায় কী জোট সঙ্গী খুঁজছে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের দুই সাংসদের কেরালা সফরে এই জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়ান এবং মহুয়া মৈত্র এই মুহূর্তে কেরালায় রয়েছেন। তাঁরা সেখানে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রধান পঙ্কড় সাদিক আলি সাহিব থঙ্গলের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকারের ফলেই রাজনৈতিক মহলে এই দুই দলের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামি বছর মে মাসের আগেই কেরালায় বিধানসভা নির্বাচন। তার আগেই কেরালার বিধায়ক পি ভি আনওয়ার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। তিনিই এখন দলের আহ্বায়ক। কেরালার ক্ষমতাসীন এল ডি এফ থেকে পদত্যাগ করে তিনি টি এম সিতে যোগ দেন।
এই পরিস্থিতিতে তৃণমূলের দুই সাংসদের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রধানের সঙ্গে সাক্ষাতে কেরালায় নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৬ এ পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে তৃণমূল এ রাজ্যের পাশাপাশি কেরালার নির্বাচনে কতটা গুরুত্ব দেবে বা সময় দিতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। তবে শুধু কেরালাই নয় তৃণমূল কংগ্রেস গোয়ার স্থানীয় নির্বাচনেও প্রার্থী দিতে পারে বলে দলীয় সূত্রে খবর রয়েছে।