বঙ্গবার্তা ব্যুরো,
দীর্ঘদিনের রেওয়াজে ইতি টানল অসম বিধানসভা। এখন থেকে নমাজ পাঠের জন্য বিধানসভায় দু ঘন্টার বিরতি দেওয়ার প্রথা তুলে দেওয়া হল। শুক্রবার বাজেট অধিবেশনের সময় থেকেই এই ব্যবস্থা লাগু হয়ে গেল।এত দিন নমাজ পড়ার সময় হলে বিধানসভার কাজে দু ঘন্টা বিরতি দেওয়া হত। এবার থেকে তা আর হবে না।
নমাজ পাঠের জন্য বিরতি তুলে দেওয়ার চেষ্টা শুরু হয় গত অগস্ট থেকে। এই অনুরোধ জানিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয় শাসক দলের পক্ষ থেকে। সেই মতো সাত সদস্যের কমিটি গড়া হয়। সেই কমিটিতে বিভিন্ন দলের সদস্য ছিল। কিন্তু সংখ্যা গরিষ্ঠ সদস্যই ছিলেন শাসক বিজেপি শিবিরের। ফলে প্রস্তাব পাশ হতে কোনও সমস্যা হয়নি।
এদিকে ১২৬ আসনের অসম বিধানসভায় মুসলিম বিধায়কের সংখ্যা ৩০। অসমের এ আই ইউ ডি এফের বিধায়ক রফিকুল ইসলাম বলেছেন নয়া ব্যবস্থায় সবচেয়ে মুসকিলে পড়বেন সংখ্যালঘু বিধায়করা। কংগ্রেসের বিধায়ক মুসলিম বিধায়কদের জন্য বিধানসভার কাছে নমাজ পড়ার জায়গা করে দেওয়ার দাবি তুলেছেন।
উঠে গেল নিয়ম, নমাজ পড়ার জন্য অসম বিধানসভায় আর বিরতি নয়

