রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর, বৃহত্তম ড্রোন হামলা মস্কোর

বঙ্গবার্তা ব্যুরো,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে দেখা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেখতে দেখতে পেরিয়ে গেল তিন বছর। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল। মূলত রুশ বলয় থেকে বেরিয়ে ইউক্রেনের পশ্চিমী দুনিয়ার সঙ্গে ঘনিষ্ট হওয়ার প্রবণতা থেকেই সমস্যার সূত্রপাত হয়েছিল। উভয় দেশ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পাশাপাশি তিন বছরে দু’দেশের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে এই যুদ্ধ।একইসঙ্গে গোটা বিশ্বের নিরাপত্তার জন্যও হয়ে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। কিয়েভ ৮ লক্ষেরও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে বলে দাবী করলেও মস্কো জানিয়েছে অন্তত সাত লক্ষ ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে তাদের হামলায়, বাস্তুচ্যুত হয়েছে ৬০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

এদিকে এই যুদ্ধের ৩ বছর পূর্তির দিনেই রাশিয়া ইউক্রেনে সবচেয়ে বড় একক ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ অনুসারে, খারকিভ, পোলতাভা, সুমি, কিয়েভ, চেরনিহিভ, মিকোলাইভ এবং ওডেসা সহ ইউক্রেনের অন্তত ১৩টি অঞ্চলে ড্রোনগুলো বাধা।ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডের মুখপাত্র ইউরি ইগনাত বলেছেন যে এই হামলায় রাশিয়া ‘রেকর্ড’ ২৬৭টি ড্রোন উৎক্ষেপণ করেছে। তিনি বলেন, প্রায় ১৩৮টি ড্রোন বাধাপ্রাপ্ত হয়েছে, আর ১১৯টি ড্রোন জ্যামিংয়ের কারণে কোনো ক্ষতি না করেই অদৃশ্য হয়ে গেছে। এছাড়াও তিনি জানান যে রাশিয়া তিনটি ব্যালিস্টিক মিসাইলও উৎক্ষেপণ করেছে। ইউক্রেনের পাঁচটি অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।