ফ্রান্সে রুশ দূতাবাসে বিস্ফোরণ, তদন্ত দাবী মস্কোর

বঙ্গবার্তা ব্যুরো,
ফ্রান্সের মার্সেই শহরে রাশিয়ার দূতাবাসে বিস্ফোরণের ঘটনা ঘটল সোমবার। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাত পরিচয় আক্রমণকারীরা দূতাবাসের ভিতরে দুটি মলোটভ ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দ শোনার পরে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড পৌঁছায়।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তির দিনেই ঘটল এই বিস্ফোরণ। রাশিয়ার বিদেশ মন্ত্রক এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে ফরাসি কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রদূত স্ট্যানিস্লাভ ওরানস্কি রাশিয়ার কনস্যুলেটে এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। ক্রেমলিন এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ফ্রান্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার দিকটি তুলে ধরছে।


দুই বছর আগে আফগানিস্তানের কাবুলে রাশিয়ান দূতাবাসে হামলা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশপথের কাছে সেই আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়। এই হামলায় দূতাবাসের দুই কর্মী এবং রাশিয়া ভ্রমণের ভিসা পাওয়ার জন্য আসা চার স্থানীয় নাগরিক মারা যান। হামলার দিনই আইএসআইএল আইএসআইএস জঙ্গী গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা মার্সেই শহরে রাশিয়ার দূতাবাসে হামলার দায়িত্ব স্বীকার করেনি।


দুই বছর আগে আফগানিস্তানের কাবুলে রাশিয়ান দূতাবাসে হামলা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশপথের কাছে সেই আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়। এই হামলায় দূতাবাসের দুই কর্মী এবং রাশিয়া ভ্রমণের ভিসা পাওয়ার জন্য আসা চার স্থানীয় নাগরিক মারা যান। হামলার দিনই আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি মার্সেই শহরে রাশিয়ার কনস্যুলেটে এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।