বঙ্গবার্তা ব্যুরো,
অবশেষে ট্রাম্পের সাক্ষাত পেতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হতে চলছে। দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রতিরক্ষা, ট্রাম্পের বিদেশ নীতি,বাণিজ্য সংক্রান্ত বিষয় ছাড়াও বিশ্ব রাজনীতি নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সরকারি ভাবে এই বৈঠক নিয়ে এখনও কিছু জানানো হয় নি। তবে বিদেশ মন্ত্রক সূত্রে গত সপ্তাহেই বিবৃতি দিয়ে জানানো হয় যত দ্রুত সম্ভব দুই রাষ্ট্রনেতার বৈঠকের চেষ্টা করা হচ্ছে।দ্বিতীয়বার প্রেসিডেন্ট প দে বসার পর তাঁর শপথ অনুষ্ঠানে মোদি আমন্ত্রণ না পাওয়ায় দেশে বিরোধীরা তাঁকে ঠেস দিতে ছাড়েন নি। এমনকি সোমবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশ মন্ত্রীর নাম না করে বলেন তিনি নাকি ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক কারানোর জন্য একাধিকবার আমেরিকা গিয়েছিলেন। শেষ পর্যন্ত দুই নেতার সঙ্গে বৈঠক হচ্ছে বলেই সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দশ তারিখ প্যারিস যাচ্ছেন। সেখানে তিন এ আই ( আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ক এক আলোচনায় যোগ দেবেন। দুদিনের ওই আলোচনা সেরে তিনি ১২ তারিখ বিকেলে আমেরিকা পৌঁছবেন বলেই সূত্রের খবর।সব কিছু ঠিক থাকলে, ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হবে ১৩ তারিখ।