ফের দুর্ঘটনা মহাকুম্ভে, আহত ছয়

বঙ্গবার্তা ব্যুরো,

এবারের মহাকুম্ভে দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। বসন্ত পঞ্চমীর পুন্য স্নানের দিনেও দুর্ঘটনা ঘটে গেল কুম্ভে। যদিও বড়সড় কোনও ঘটনা ঘটেনি। এদিন হাওয়া বেলুন ফেটে ভয়াবহ কাণ্ড ঘটে যায়। বেলুনের বাস্কেটের ছয় আরোহী মাটিতে পড় যান। হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন ফেটে যাওয়ায় বিপত্তি ঘটে। মাটিতে পড়ে যাওয়া ছয় পুণ্যার্থীর শরীর ভয়ঙ্কর ভাবে ঝলসে যায়। তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের বার্ন ইউনিটে রাখা হয়। আপাতাত তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।মহাকুম্ভের সেক্টর ২০ তে আখড়া মার্গের কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা গেছে। তাঁরা হৃষিকেশ, হরিদ্বার, প্রয়াগরাজ এবং মধ্যপ্রদেশের ইন্দোর ও খারগোনের বাসিন্দা। এবারের মহাকুম্ভে এই নিয়ে তৃতীয়বার দুর্ঘটনা ঘটে গেল। আগুন লাগার ঘটনা ঘটেছে দুবার। তারপর ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা ঘটে। যার রেশ গিয়ে পড়ে সংসদেও। পদপিষ্টের ঘটনার পর যোগী প্রশাসন বসন্ত পঞ্চমীর স্নান নির্বিঘ্নে করার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল। তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় প্রশাসন খতিয়ে দেখছে খামতি কোথায় থেকে যাচ্ছে।