বঙ্গবার্তা ব্যুরো,
আমির খানের পুত্র জুনাইদ খানের বড় পর্দায় অভিষেকটাই জমল না তেমনভাবে। ফ্যান্টম ফিল্মস প্রযোজিত ‘লাভইয়াপা’ ছবির হাত ধরে আমির খানের বড় ছেলে জুনাইদ ও প্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর প্রথমবার সিনেমাহলে পা রেখেছেন। ছেলের ছবির প্রচারণার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আমির খান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় নি। ‘লাভইয়াপা’ মুক্তির দিন ১.১৫ কোটি টাকায় খাতা খুললেও এখনও ১০ কোটির গণ্ডি পার করেনি। অথচ ছবির বাজেট ছিল ৬০ কোটি টাকা।
এই ছবির গল্প এমন এক সম্ভাব্য দম্পতিকে ঘিরে যেখানে মেয়েটির বাবা তাঁদের ফোন অদলবদল করতে বলেন। আর তাতেই ঘটে বিপত্তি। জুনেদ-খুশি ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা ও কিকু শারদা। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবির নতুন এই জুটিকে ঘিরে দারুণ উন্মাদনা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি ডাহা ফ্লপ হওয়ায় এ বিষয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন আমির খান।এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে দুর্ভাগ্যবশত ছবিটি চলেনি। তবে জুনাইদের কাজ আমির খানের ভালো লেগেছিল। সুপারস্টার আরও জানিয়েছেন, “আমার মতে, এটা এমন এক দুনিয়া, যেখানে সাফল্য ও ব্যর্থতা দুটোই মোকাবিলা করতে হয়। তবে জুনাইদের মধ্যে প্রচুর প্রাণশক্তি ও ইতিবাচক দিক আছে। … ও নিজের রাস্তা নিজেই বানিয়ে নেবে।”
এরই পাশাপাশি জুনাইদের পরের ছবির কথাও জানিয়ে দিয়েছেন আমির খান। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে এক রোমান্টিক ছবিতে জুনাইদের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণি নায়িকা সাই পল্লবী,যা মুক্তি পাবে ২০২৫ সালের শেষে।
‘লাভইয়াপা’ ফ্লপ করলেও আসছে জুনাইদের নতুন ছবি, জানালেন আমির
