বঙ্গবার্তা ব্যুরো,
এমনটা দেখা যায় না। অনেকে ভাবতেও পারবেন না। তিন বিরোধী দলের প্রতিনিধিরা এক মত হয়ে একই দাবি জানাচ্ছেন। এমন বিরল নজিরের সাক্ষী রইল কলকাতা পুরসভা। আসলে ইস্যুটা এমন যে সকলেই পার্টি লাইনের বাইরে যেতেও পিছপা হলেন না। তাই তৃণমূলের রত্না শূরের আনা প্রস্তাব টেবিল চাপড়ে সমর্থন করেন শাসক বিরোধী সব দলের কাউন্সিলার।
১৩ নম্বর বরো কমিটির চেয়ারম্যান রত্না শূর দাবি করেন কাউন্সিলার দের ভাতা বাড়ানো হোক। দশা হাজার থেকে বাড়িয়ে কমপক্ষে পনের হাজার করা হোক। রত্না শূরের প্রস্তাব, দলমত নির্বিশেষে সব কাউন্সিলার সমর্থন করেন । বিজেপির মীনাদেবী পুরোহিত দাবি করেন পনের হাজার নয়, পঁচিশ হাজার করা উচিত। বাম কাউন্সিলার মধুছন্দা দেব আবার এই সঙ্গে কাউন্সিলারদের জন্য পেনশন চালুর দাবি তোলেন।
বাম কাউন্সিলারের বক্তব্য কেউ চিরদিন কাউন্সিলার থাকবে না। তাই পেনশনের ব্যবস্থা করা উচিত। কাউন্সিলারদের এই দবি শুনে কেউ অবাক হতে পারেন। এই কাউন্সিলারদের বাড়ি- গাড়ির বহর দেখে কেউ বলবেন ভাতা বা সাম্মানিকের ওই দশ হাজার টাকায় এনাদের কিছু হয়। হয় কি না হয় তা তারাই বলতে পারবেন, আপাতত তারা নিজেদের ভাতা বাড়াবার দাবী করছেন।
কলকাতা পুরসভায় তৃণমূল, বিজেপি, বাম একমত কি নিয়ে
