বঙ্গবার্তা ব্যুরো,
ব্যাপক গণ আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।তার পর থেকেই হামলা-অত্যাচারের শিকার হচ্ছেন আওয়ামী লিগের নেতা থেকে কর্মীরা।তার মধ্যেই কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা।এবার এল সুখবর।চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচনে বড় জয় পেলেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের চেয়ে আওয়ামী লীগপন্থীরা বেশি পদ পেয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেন। বাংলাদেশের আজকালের খবর অনুযায়ী নির্বাচনে ভোটার ছিলেন ২২৪ জন, ২০২ জন ভোট প্রদান করেন। এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৩টি প্যানেলে এবং একজন স্বতন্ত্রসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জানা গেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ) ৬টি পদ, বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল ৫টি পদ এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা দুটি পদে নির্বাচিত হয়েছেন।
বিএনপি-জামায়াতকে হারিয়ে জয় আওয়ামী লীগপন্থীদের, বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর গুঞ্জন
