বঙ্গবার্তা ব্যুরো,
২৭ পয়েন্ট পেয়ে যাওয়াতে অন্তত আট নম্বর স্থানটা নিশ্চিত। এবার বাকি দুটো গুরুত্বপূর্ন ম্যাচে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড।
আইএসএলের আগামী দুই ম্যাচের পরিকল্পনা নিয়ে অস্কার ব্রুজো বলছেন, সপ্তাহ দুয়েক আগেও আমরা ১১ নম্বরে ছিলাম। তবে আমাদের পারফরম্যান্স ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিল। আমরা অবশ্যই সেরা ছয়ে উঠতে চাই। সে জন্য অন্যান্য ম্যাচের ফলের ওপরও আমাদের নির্ভর করতে হবে। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আমরা। তা সত্ত্বেও আমরা প্লে অফে খেলার যোগ্যতা নাও পেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করলে সে জন্য আমরা অন্তত গর্বিত হতে পারব।
হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় আসলেও সামগ্রিক পারফরম্যান্স হতাশজনক। পারস্পরিক বোঝাপড়ার অভাব,দিশাহীন ফুটবলের নিদর্শন ইস্টবেঙ্গলের হায়দরাবাদ এফসি ম্যাচ। প্রথমার্ধের নির্বিষ ফুটবল শোধরাতে দ্বিতীয়ার্ধে দুই ফরোয়ার্ড রিচার্ড সেলিস ও ডেভিড লালনসাঙ্গা মাঠে নামান অস্কার। জোড়া বদলের পর ম্যাচের ছবিটা ক্রমশ বদলাতে শুরু করে। আক্রমনে ঝাঁজ বাড়ে। ডেভিড যখন দ্বিতীয়ার্ধে নামার আগে গা ঘামাচ্ছিল, তখন দিমি মাঠের ভিতর থেকে ইঙ্গিত করে, সে ক্লান্ত। তাই দিমির জায়গাতেই ডেভিডকে নামাই। দ্বিতীয়ার্ধে নেমে ও আরও একবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ও যখন মাঠে নামে, তখন ওকে বেশ ক্ষুধার্ত মনে হয়। ওর কোনও সমস্যা নেই। প্রায় প্রতি ম্যাচেই গোল করছে ও। আমাদেরও উজ্জীবিত করে ও,বলোছেন লাল হলুদ হেডস্যার।
যত দিন যাচ্ছে ছন্দে ধরা দিচ্ছেন রাফায়েল মেসি বাউলি। ম্যাচের সেরাও হয়েছেন। মেসিই ছিল আমাদের সবচেয়ে আক্রমণাত্মক খেলোয়াড়। দলের পারফরম্যান্সে যথেষ্ট গভীরতা এনে দেয় ও। আমাদের দলে ভাল ভাল খেলোয়াড় থাকলেও তারা কেউ পারফরম্যান্সে গভীরতা এনে দিতে পারেনি, যা মেসি পেরেছে। মেসির মতোই একজন ফুটবলার আমাদের দলে প্রয়োজন ছিল, প্রশংসা অস্কারের। কার্ড সমস্যায় লালচুননুঙ্গাকে পাবে না
রাঙ্কিং এ উপরের দিকে থাকাই লক্ষ্য ইস্টবেঙ্গলের
