বঙ্গবার্তা ব্যুরো,
বলিউড অভিনেত্রী রানি মুখার্জি আবারও শিবানী শিবাজি রূপে বড়পর্দায় ফিরছেন ‘মর্দানি ৩’-এর মাধ্যমে। তবে তার আগেই বুধবার মধ্যরাতে এক ব্যতিক্রমী রূপে দেখা গেল তাকে। কপালে চন্দনের তিলক, সিঁদুরের টিপ এবং সাদা পোশাকে সজ্জিত রানিকে অনিল কাপুরের বাড়ির সামনে ক্যামেরাবন্দি করেন ফটো সাংবাদিকরা।
বুধবার রাতে অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর তাদের বাসভবনে মহাশিবরাত্রি উদযাপনের আয়োজন করেন। প্রতি বছর করবা চৌথ ও শিবরাত্রিতে বলিউড তারকাদের নিয়ে বিশেষ পূজা ও আচার পালন করেন তিনি। সেই আয়োজনে যোগ দিতেই অনিলের বাড়িতে গিয়েছিলেন রানি মুখার্জি। তিনি ছাড়াও অভিনেত্রী শিল্পা শেঠি ও উর্মিলা মাতন্ডকরও উপস্থিত ছিলেন। সবাই মিলে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন।
রানি মুখার্জি বরাবরই ধর্মীয় রীতিনীতির প্রতি অনুরাগী। তার পরিবারের দুর্গাপূজার আয়োজনেও তিনি বিশেষভাবে যুক্ত থাকেন। এবারও শিবরাত্রিতে অনিল কাপুরের বাসভবনে পূজা-অর্চনায় অংশ নিতে দেখা গেল তাকে।
শিবরাত্রির পুজো ও আচার শেষে বড়পর্দায় ফেরার খবরও মিলেছে রানির কাছ থেকে। জানা গেছে, জুন মাস থেকে শুরু হবে ‘মর্দানি ৩’-এর শুটিং। নারী পুলিশ অফিসার শিবানী শিবাজির দাপুটে চরিত্রে আবারও দেখা যাবে তাকে। ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশন ও অন্যান্য চরিত্রের অডিশন প্রক্রিয়া চলছে। বলিউড সূত্রের খবর অনুযায়ী, দিল্লি, মুম্বাই এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে। রানি নিজেও জানিয়েছেন, ‘দেশের সব নারী পুলিশদের সম্মান জানাতেই শিবানী শিবাজি আবার পর্দায় ফিরছেন।’ ‘মর্দানি ৩’-এর গল্পে নতুন কী চমক অপেক্ষা করছে, তা জানতে উন্মুখ দর্শকরা।
মধ্যরাতে অনিল কাপুরের বাড়িতে গেলেন রানি মুখার্জি, জেনে নিন কেন?
